সঞ্জীব মল্লিক , বাঁকুড়াঃ কোতুলপুর বিধানসভার বিধায়ক ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্ত্রী শ্যামল সাঁতরা মহাশয় মানুষের জন্য কাজ করতে করতে কখন য়েন একেবারে সাধানের সাথে মিশে যান। বুধবার সেরকমই ছবি ধরা পড়ল বাঁকুড়ার জয়পুর ব্লকের নতুনগ্রামে ও মুড়াবাড়ি গ্রামে। এদিন তিনি নতুনগ্রামের মা , বোন ও ভাইদের সাথে পাশে বসে দেখা করেন এবং তাদের মুখ থেকে শোনেন তাদের সমস্যার কথা । এছাড়াও তিনি ” দিদিকে বলো কার্ড ” তুলে দেন তাদের হাতে। এর পাশাপাশি তিনি নতুনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে চলে যান । সেখানে বিদ্যালয়ের কচিকাঁচাদের সাথে বেশ কিছুটা সময় কাটান । ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেন খাতা ও পেন । এরপর তিনি ” দিদিকে বলো ” এই অভিনব উদ্যোগকে বাস্তবায়িত করতে এবং লক্ষ পূরণ করতে কোতুলপুর তৃণমূল কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন । আর এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়েই শুরু করেদিলেন ” দিদিকে বলো জনসংযোগ যাত্রা ” । সেখানে কিভাবে আগামীদিনে আরও ভালোভাবে কাজ করা যায় সেই সম্পর্কে বলা হয় এবং একই সঙ্গে ” দিদিকে বলো ” পরিকল্পনাগুলির বর্ণনা দেন ।