সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিজয়া দশমীর তিথি পড়ে যাওয়া মানেই পুজো শেষের ঘণ্টা বেজে ওঠা। মায়ের বিসর্জন আর মায়ের ঘরে ফেরার একটা বছরের অপেক্ষা। আজ বিজয়া দশমী। মা দুর্গার ঘরে ফেরার পালা। আকাশে বাতাসে বিষাদের সুর। তবে বিসর্জনের মন খারাপ ভুলতে বিজয়া দশমীর দিন একাধিক নিয়ম পালন করে মাকে হাসি মুখে বিদায় জানানো হয়। তাই দশমীর দিন একাধিক নিয়ম আচার পালন করা হয়ে থাকে। যেমন নীলকন্ঠ পাখি ওড়ানো হয়,দেবীকে বরণ,সিঁদুর খেলা ইত্যাদি।
আজ বিজায় দশমীতে বাঁকুড়া শহরের মহামায়া মন্দিরে সকাল থেকেই শুরু হয়ে যায় দেবী বরণের পালা। দেবীকে বরণ করে বিদায় জানান এলাকার মহিলারা। বিদায় বেলায় সকলেরই প্রার্থনা থাকে জীব জগতের সকলের মঙ্গল করুণ মা। সবাই যেন ভালো থাকে, আনন্দে থাকে। এরপর স্বামীদের মঙ্গল কামনা করে সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা।