সংবাদদাতা,বাঁকুড়া– গৃহস্থ বাড়ি থেকে বিশাল ও বিষধর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার খাতড়ায়। বৃহস্পতিবার খাতড়ার লুকুইকানালী গ্রাম থেকে সাপটিকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের একটি গোয়াল ঘরে সাপটি দেখতে পায় পরিবারের এক সদস্য। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা খাতড়া বনদপ্তরে খবর দেয় এবং খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা।
জানা গেছে সাপটি গোয়াল ঘরে ঢুকে বেশ কয়েকটি হাঁসের ডিম খেয়ে নেয়। ফলে বিষাক্ত ওই সাপটি খুব বেশি নড়াচড়া করতে পারেনি এবং বনদপ্তরের কর্মীরা সহজেই তাকে ধরে ফেলে।
বনদপ্তর সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া সাপটি বিষধর এবং তার ওজন প্রায় ৪ কেজি ও লম্বায় প্রায় ৫ ফুট। উদ্ধার হওয়া সাপটিকে সাময়িক নজরদারির পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তরের তরফে জানানো হয়েছে । অন্যদিকে এতবড় বিষধর সাপ গৃহস্থ বাড়ির গোয়াল থেকে উদ্ধার হওয়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।