সংবাদদাতা, বাঁকুড়াঃ– নিশিথ প্রামানিকের বাড়ি ঘেরাও-এর পাল্টা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির বাড়ি থেকে উৎখাৎ করার হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এদিন বাঁকুড়ার বিষ্ণুপুরে যদুভট্ট মঞ্চে কিষাণ মোর্চার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৌমিত্র। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দল নির্দেশ দিলে মাত্র দু মিনিটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির বাড়ি থেকে উৎখাৎ করে দিতে পারি। কিন্তু আমরা তা চাইনা”। তিনি আরও বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে দেখাতে চাইছেন যে তিনি দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি দখল করছেন। বাংলার মানুষ ভোট দিলে তাঁদেরও বাড়ি ঘেরাও করে রাখা হবে। নিশিথ প্রামানিকের বাড়ি ঘেরাও নিয়ে পুলিশের তৎপরতা প্রসঙ্গে এদিন পুলিশকেও একহাত নেন সৌমিত্র। তাঁর দাবী পুলিশ এখন বাপ মা মরা ছেলে। তাই নাবালকের মতো কাজ করছে।
প্রসঙ্গত সম্প্রতি কোচবিহার সফরে গিয়ে বিএসএফের গুলিতে স্থানীয় যুবকের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁর ডেপুটি নিশীথ প্রামানিককে কাঠগড়ায় তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পরেই নিশীথের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচির ঘোষণা করে কোচবিহার তৃণমূল। সেই মতো রবিবার সকাল ১০টা থেকে নিশীথ প্রামানিকের বাড়ি ভেটাগুড়িতে শুরু হয় ওই কর্মসূচি। যার প্রেক্ষিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।