eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ার ক্যালেন্ডার বিষ্ময় বালক

বাঁকুড়ার ক্যালেন্ডার বিষ্ময় বালক

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- ক্যালেন্ডার ধরে যেকোনও তারিখ বলে দিলেই সেই দিনের বার বলে দিয়ে নজর কাড়ছে বাঁকুড়ার বিষ্ময় বালক। বার বলা ছাড়াও, অমাবস্যা কিংবা পূর্ণিমা, যেকোনো পুজো অর্থাৎ সরস্বতী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মীপূজো এবং কালীপুজো প্রত্যেকটি পুজোর বার এবং তারিখ বলে দিতে পারে এই ছেলেটি। খুদে হলেও ঝড় ঝড় করে বলে দিতে পারে, ভুল হয়না একবারও।

বাঁকুড়ার দীপায়ন পাত্র সেন্ট মাইকেলস স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। পড়াশোনাতেও তুখড়। কিন্তু এত ছোট বয়সেই কীভাবে তৈরী হল ক্ষুরধার স্মৃতিশক্তি? দীপায়নের মা তপতী পাত্রের মতে এই মেধা কীভাবে দীপায়ান আয়ত্ত করেছে তা তিনিও জানেন না। তবে একদম ছোট থেকই ক্যালেন্ডারের প্রতি একটা আলাদা টান রয়েছে দীপায়নের। এবং সেই টান থেকেই ক্যালেন্ডার দেখে দেখে নিজেই প্রায় রপ্ত করে ফেলেছে ২০২১- ২০২৩ সাল পর্যন্ত দিন তারিখ সব। দীপায়নের মা-বাবার দাবি এখনও পর্যন্ত তিনটে সাল রপ্ত করেছে দীপায়ন। ধীরে ধীরে আরও পরিসর বাড়াবে সে।

আপাতত দীপায়নকে ঘিরে তার মা-বাবা পরিবার নানা ধরনের স্বপ্ন বুনতে শুরু করেছেন। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অথবা যেকোনো রেকর্ড বুকে নাম তোলার চেষ্টা চালাচ্ছেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments