সংবাদদাতা,বাঁকুড়াঃ– আলুর মতো সাধারণ একটি সবজি দিয়ে মা তারার বিগ্রহ বানিয়ে তাক লাগিয়ে দিলেন বাঁকুড়ার শহরের ১২ নম্বর ওয়ার্ডের স্কুল ডাঙ্গা এলাকার বাসিন্দা চৈতালী বিশ্বাস। আলু, টুথপিক আর রং, সামান্য এই উপকরণ ব্যাবহার করে তারা মায়ের আস্ত বিগ্রহটি বানিয়েছেন তিনি। বিগ্রহটি তৈরি করতে সময় লেগেছে ১৫ দিন। সামনেই কালী পুজো, সেই কথা চিন্তা করে মায়ের মুখায়ব তৈরীর সিদ্ধান্ত বলে জানান চৈতালী।
পেশায় এই বধূ একজন মেকআপ আর্টিস্ট হলেও নানা জিনিস দিয়ে শিল্পকর্ম তৈরি করা তার নেশা। বিশেষভাবে ফেলে দেওয়া কিম্বা বাতিলের খাতায় নাম লেখানো জিনিসপত্র ব্যাবহার করে শিল্প সৃষ্টি করতে ভালোবাসেন চৈতালী। তিনি জানান, কোন জিনিসই ফেলে দেওয়ার নয়, একটু মাথা খাটালে বাতিল সেই জিনিস দিয়েই ভালো কিছু করা সম্ভব। তাই কালী পুজোর আগে মায়ের এই বিশেষ মূর্তি তৈরি করে সেই বিষয়টিই সকলের কাছে তুলে ধরতে চেয়েছেন তিনি।
অন্যদিকে তার এই নেশা নিয়ে চৈতালী জানান অবসর সময়ে ছেলেকে সঙ্গে নিয়ে শিল্পচর্চা করতে ভালোবাসেন তিনি। তার মতে এতে নতুন কিছু তৈরিও করা যায় আবার একই সঙ্গে ছেলেকে হাতের কাজও শেখানো হয়। বাঁকুড়ার গৃহবধূর এই শিল্প কর্ম প্রশংসা কুড়াচ্ছে শহরবাসীর।