eaibanglai
Homeএই বাংলায়এবার দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে দেখা যাবে জঙ্গলমহলের মেয়েকে

এবার দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে দেখা যাবে জঙ্গলমহলের মেয়েকে

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- এবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে এরাজ্যের মাত্র আট জন মেয়ে । তার মধ্যে অন্যতম বাঁকুড়ার জঙ্গলমহলের মেয়ে সুস্মিতা সরেন। গত নভেম্বর মাসে উড়িষ্যায় বাছাই পর্ব হয়। বাছাই পর্বে যোগদান করে পূর্ব ভারতের রাজ্যগুলি। পশ্চিমবঙ্গ থেকে বেছে নেওয়া হয় আটজন মেয়েকে। তাদের মধ্যেই সুযোগ করে নিয়েছেন সুস্মিতা।

প্রসঙ্গত “নারী শক্তি, রানী লক্ষ্মীবাঈ ” এই থিম নিয়ে দিল্লিতে ২০২৪ সালের পয়লা জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত এক মাস ব্যাপী প্রজাতন্ত্র দিবসের প্যারেড ক্যাম্পে সুযোগ পেয়েছেন বাঁকুড়া সম্মিলনী কলেজের এনএসএস সুস্মিতা। বাঁকুড়া জেলার খাতড়ার বাসিন্দা সুস্মিতা বাঁকুড়া সম্মেলনী কলেজে সংস্কৃত অনার্সের ছাত্রী। ১ বছর হল এনএসএস এ যোগদান করেছে সে।

বাঁকুড়ার লাল মাটি থেকে গোটা দেশের সামনে নারী শক্তি প্রদর্শন করার অভিযান মোটেই সহজ ছিল না। সুস্মিতা জানিয়েছেন এক সময় চোখের জলে মঞ্চ ছাড়তে হয়েছিল তাকে। এনএসএস এর হয়ে যখন প্রথমবার মঞ্চে উঠেছিলেন সুস্মিতা তখন কি করতে হবে বুঝতে না পেরে মঞ্চেই ভেঙে পড়েন কান্নায়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে জয় করেছেন নিজের ভয়কে। এবং অবশেষে এসেছে সফলতা।

এহেন সুস্মিতার কাছে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করা স্বপ্নের থেকে কম কিছু নয়। অন্যদিকে তার এই সাফল্যে খুশি শিক্ষক-শিক্ষিকা থেকে এন এস এস সহপাঠীরা। এমনকি লালমাটির দেশের এই মেয়ের জন্য গর্বিত বোধ করছে গোটা বাঁকুড়া জেলা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments