সংবাদদাতা , বাঁকুড়া :- পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাসের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার বড়জোড়ার থানার চাঁদাই গ্রামের কাছে। আহত ছাত্রের নাম রকি ধীবর। সে বড়জোড়ার পখন্না গ্রামের বাসিন্দা। তাকে বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অন্যদিকে বাসের ছাদে চড়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেন ওই ছাত্রকে বাসের ছাদে কেন উঠতে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনা প্রসঙ্গে জানা গেছে, রকি ধীবর বড়জোড়ার পখন্না উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে বড়জোড়া উচ্চ বিদ্যালয়ে। বৃহস্পতিবার ছিল উচ্চমাধ্যমিকের পুষ্টি বিজ্ঞানের পরীক্ষা। পরীক্ষা দিয়ে আরও দুই বন্ধুর সঙ্গে বাসের ছাদে চড়ে বাড়ি ফিরছিল সে। পথে চাঁদাই গ্রামের কাছে বাসের ছাদ থেকে আম পাড়তে গিয়ে বেসামাল হয়ে পড়ে যায় সে। মাথায় গুরুতর আঘাত লাগে তার। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আঘাত গুরুতর থাকায় তাকে বাঁকুড়া মেডিক্যালে স্থানান্তরিত করা হয়।
অন্যদিকে ওই দুর্ঘটনার পর বাসের ছাদে যাত্রী তোলা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। প্রসঙ্গত যাত্রী নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বাসের ছাদে যাত্রী তোলা নিষিদ্ধ ঘোষণা হয়েছে আগেই। এমনকি বাসে যাতে সিঁড়ি না থাকে তারও নির্দেশ রয়েছে। এই বিষয়ে বাঁকুড়ার আরটিও সঞ্জয় বিশ্বাস কে প্রশ্ন করা হলে তিনি জানান, ছাদে যাত্রী তোলা বন্ধ করতে সব বাসের সিঁড়ি কেটে দেওয়া হয়েছে। তবে পুলিশ-প্রশাসনকে আরও নজরদারি বাড়াতে বলা হবে জানান তিনি। অন্যদিকে বাসের ছাদে যাত্রী তোলা নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসকপ্রলয় রায়চৌধুরী। তিনিও নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন।