সংবাদদাতা,বাঁকুড়াঃ- সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় প্রথম কুড়িতে জায়গা করে নিয়ে দেশের কাছে বাঁকুড়ার মুখ উজ্জ্বল করল বাঁকুড়ার কৃতী ছাত্র সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্র অর্ণব পতি। সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা নীটে দেশের মধ্যে ১৯ তম ও রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে অর্ণব। এ বছর জয়েন্টে (মেন) ৯৯.৯৪ নম্বর পেয়েছিলেন তিনি। ক্রমতালিকায় তার জায়গা ছিল ৮৩০ নম্বরে।
বরাবরাই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত অর্ণব এর আগে ২০২১-এ মাধ্যমিকে রাজ্যে প্রথম, চলতি বছর উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে। ‘ন্যাশনাল ট্যালেন্ট সার্চ’ ২০২১-এর ‘স্টেজ ১’-এ রাজ্যে প্রথম হয়েছিলেন তিনি। এর পাশাপাশি কেভিপিওয়াই ২০২২-এর সর্বভারতীয় মেধা তালিকায় ৭৮তম স্থান অধিকার করেন। বলতে গেলে যে কোনও প্রতিযোগীতা মূলক পরীক্ষায় মেধা তালিকায় উপরের দিকে জায়গা করে নেওয়া এক প্রকার অভ্যাসে পরিণত করেছেন বাঁকুড়ার এই কৃতী ছাত্র।
অর্ণবের সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে। ছাত্রের এই সাফল্যে গর্বিত সিমলাপাল মদনমোহন হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার সিংহ মহাপাত্র বলেন, বরাবরই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত অর্ণব। ওকে নিয়ে আমাদের আলাদা প্রত্যাশা ছিল, আর সেই প্রত্যাশা পূরণ করায় তাঁরা প্রত্যেকেই আনন্দিত ও গর্বিত।
অর্ণবের বাবা চঞ্চল পতি পেশায় ইঞ্জিনিয়ার ও মা রুম্পা নার্স। ছেলের এই সাফল্যে খুশি তারাও। অর্ণব জানান তার এই সাফল্যের জন্য বিদ্যালয়, শিক্ষক,মা-বাবার পাশাপাশি কয়েকটি অনলাইন কোচিং সেন্টার-এর অবদান রয়েছে। আপাতত দিল্লীর অল ইণ্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউটে পড়াশুনা করে ভবিষ্যতে একজন দক্ষ কার্ডিওলজিস্ট হতে চান বাঁকুড়ার গর্ব অর্ণব।