eaibanglai
Homeএই বাংলায়কারখানার গেট আটকে বিক্ষোভ পড়ুয়ারাদের

কারখানার গেট আটকে বিক্ষোভ পড়ুয়ারাদের

সংবাদদাতা,বাঁকুড়াঃ- মাত্রাতিরিক্ত দূষণ ছড়ানোর অভিযোগে কারখানার গেট আটকে ক্ষোভে ফেটে পড়ল স্কুল পড়ুয়ারা। ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকের জোড়হিড়া এলাকার। জোড়হিড়া এস সি হাইস্কুলের থেকে মাত্র পাঁচশো মিটারের মধ্যে অবস্থিত ওই বেসরকারী স্পঞ্জ আয়রন কারখানাটি থেকে নির্গত দূষিত ধোঁয়া ও ছাইয়ের সাঁড়াশি প্রভাবে অসুস্থ হয়ে পড়ছে স্কুল পড়ুয়ারা। বারবার কারখানা কর্তৃপক্ষকে দূষণ নিয়ন্ত্রণের আবেদন জানিয়েও লাভ হয়নি বলেও অভিযোগ।

ছাতনা ব্লকের জোড়হিড়ায় অবস্থিত অঙ্কিত মেটাল নামের ওই বেসরকারী স্পঞ্জ আয়রন কারখানার বিরুদ্ধে দূষণ ছড়ানোর অভিযোগ বেশ পুরানো। অভিযোগ কারখানা কর্তৃপক্ষ যথাযথ ভাবে দূষণ নিয়ন্ত্রক ব্যবস্থা চালু না রেখেই উৎপাদন চালিয়ে যাচ্ছে। যার ফলে এলাকায় দূষণের মাত্রা সীমা ছাড়িয়েছে। দূষণের জেরে জেরবার স্থানীয় আট থেকে দশটি গ্রামের বাসিন্দারা। সবথেকে বেশি প্রভাব পড়ছে কারখানা থেকে মাত্র পাঁচশো মিটার দূরে থাকা জোড়হিড়া এস সি হাইস্কুলের পড়ুয়াদের উপর। স্কুল সূত্রে জানা গেছে এই দূষণের জেরে স্কুলের প্রায় পনেরোশো পড়ুয়ার মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। অনেক পড়ুয়ার শ্বাসকষ্ট বা সিওপিডির মতো সমস্যায় ভুগছে। স্কুল কর্তৃপক্ষের দাবি বিষয়টি বারবার কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসনের নজরে এনেও লাভ হয়নি।

এদিন দূষণ সৃষ্টিকারী স্পঞ্জ আয়রন কারখানার মূলগেট ঘেরাও করে রেখে তীব্র ক্ষোভে ফেটে পড়ে স্কুলের পড়ুয়া ও শিক্ষকরা। এরপরও কারখানা কর্তৃপক্ষ দূষণ নিয়ন্ত্রণের ব্যপারে ব্যবস্থা না নিলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ওই স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক সকলেই। যদিও এই পুরো বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments