eaibanglai
Homeএই বাংলায়পাত্রসায়ের হাতে খরি পত্রিকার কর্ণধার অমিয় সরবারের উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা ।

পাত্রসায়ের হাতে খরি পত্রিকার কর্ণধার অমিয় সরবারের উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা ।

সঞ্জীব মল্লিক, বাঁকুড়া :পাত্রসায়ের ব্লকের অন্তর্গত পার্টিত উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মেধা অন্বেষণ পরীক্ষা । ১৫ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে মেধা অন্বেষণ পরীক্ষা হয়ে গেল । এই পরীক্ষায় ৪০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিলেন । পরীক্ষাটির আয়োজন করেছিল ” হাতে খড়ি ” নামক পত্রিকার কর্ণধার অমিয় সরকার মহাশয় । তাকে সহযোগিতা করেছিলেন অমিতাভ মন্ডল ,দয়াময় দে ,ক্ষিতীশ পাল ,অমল মুখার্জি ,বুদ্ধদেব কারকরা । পাত্রসায়ের ব্লকে এই রকম পরীক্ষা এই প্রথম হওয়াতে খুশি ছাত্র ছাত্রীরা । পরীক্ষাটি হয়েছিল প্রত্যেক শ্রেণীর সিলেবাস অনুযায়ী । অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের মেধা নির্ধারণের জন্য পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছিলেন,খুশি অভিভাবকরাও । পরীক্ষায় অংশগ্রহণকারীরা জানান ,এই রকম পরীক্ষা দিতে পেরে তারা খুব আনন্দিত । এরকম পরীক্ষা হলে তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতি আগ্রহ আরও বাড়বে এবং নিজেদের আরও উন্নতি করা সহজ হবে । তবে বর্তমান যুগে এই ধরনের পরীক্ষার প্রয়োজন আছে এমনটাই মনে করেন অভিভাবকদের একাংশ ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments