সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবার রাজ্য সরকারের জারি করা শোকজ নোটিশের জবাব রীতিমতো উৎসবের মেজাজে দিলেন সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা। এদিন রাজ্যের অন্যান্য অংশের মতোই বাঁকুড়াতেও ঢাক-ঢোল সহযোগে মিছিল করে উৎসবের মেজাজে শোকজের জবাবদিতে বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) এর দপ্তরে হাজির হন শিক্ষকরা।
প্রসঙ্গত, বকেয়া ডি.এ প্রদান সহ একাধিক দাবিতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে গত ১০ মার্চ ধর্মঘট পালন করেন রাজ্য সরকারী কর্মচারী ও শিক্ষকদের সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চে’র সদস্যরা। এরপর ওই দিন কর্মক্ষেত্রে ‘অনুপস্থিত’ শিক্ষক ও কর্মচারীদের শোকজ নোটিশ পাঠায় সরকার। এদিন উৎসবের মেজাজে সেই শোকজেরই জবাব দিলেন শিক্ষকরা।
এদিন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে শিক্ষক প্রাণকৃষ্ণ মল্লিক বলেন, “আমরা ভয় পাইনা। আন্দোলন অব্যাহত থাকবে। আগামী কালও ওই একই দাবিতে কর্মবিরতি পালন হবে।” এদিন জেলার প্রায় ১৫০০ শিক্ষক শোকজের জবাব দিয়েছেন বলেও জানান তিনি।