সংবাদদাতা, বাঁকুড়াঃ– আজ রবিবার প্রাথমিক শিক্ষক নিয়োগের (টেট) পরীক্ষা অনুষ্ঠিত হল রাজ্য জুড়ে। রাজ্যের প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী এবারের টেট পরীক্ষা দিয়েছে। যার জন্য যাথাযথ ব্যবস্থা নিয়েছিল পুলিশ প্রশাসন। এরই মধ্যে বাঁকুড়ায় ধরা পড়ল প্রশাসনিক তরপরতার এক অন্যরকম ছবি। আয়েশা খাতুন নামে এক পরীক্ষার্থীর পরীক্ষার কেন্দ্র পড়েছিল পাত্রসায়ের কলেজে কিন্তু সে ভুল করে চলে যায় সোনামুখী এলাকায়। এদিকে পরীক্ষারও সময় এগিয়ে আসায় চরম দুশ্চিন্তার মধ্যে পড়েন ওই পরীক্ষার্থী। বিষয়টি নজরে আসে বিষ্ণুপুর মহকুমা পুলিশ আধিকারিক কুতুবউদ্দিন খানের। তিনি তড়িঘড়ি ওই পরীক্ষার্থীকে নিজের গাড়িতে করে পৌঁছে দেন পাত্রসায়েরের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে।
মহাকুমা পুলিশ আধিকারীককে ওই পরীক্ষার্থী তো ধন্যবাদ জ্ঞাপন করেনই, পাশাপাশি তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের মানুষজন।