তাপস মাল, বাঁকুড়াঃ- আগামী ২২ ফেব্রুয়ারি দুপুর দুটোয় বাঁকুড়া থিয়েটার একাডেমীর উদ্যোগে পালানাটক “কইনা শশীর পালা”-র ৩৩ তম মঞ্চ মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত হতে চলেছে এই নিয়ে বাঁকুড়ার নাট্যমহলে চলছে খুশির জোয়ার। বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার সায়ক সিদ্দিকীর রচনা অবলম্বনে এই পালা নাটকটি রাজ্যে বিভিন্ন স্কুল কলেজ এবং প্রতিষ্ঠানে মঞ্চস্থ হওয়ার পর যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে বলে সূত্রের খবর। রাজ্য ছাড়িয়ে নাটকটি আন্তর্জাতিক সম্মেলনে মঞ্চস্থ হওয়ার খবর চাউর হতেই জেলার নাট্যমহলে হৈ হৈ রবে। বাঁকুড়া থিয়েটার অ্যাকাডেমি পাঁচ বছরে পৌঁছে সংস্থার সম্পাদক অরুনাভ বন্দ্যোপাধ্যায় জানান, এই জয় বাংলা নাটকের জয়, তাই এই সাফল্য আমি আমার জেলার সমস্ত নাট্যমোদী দর্শকদের কাছে উৎসর্গ করছি, আন্তর্জাতিক সম্মেলনে আমাদের এই নাটক স্থান পাওয়ায় আমরা অনেকটা অনুপ্রাণিত হলাম, আগামী দিন আরো নাটকের উপর কাজ করতে আমরা উৎসাহ উদ্দীপনা পাবো। গত ১৮ ফেব্রুয়ারি বাঁকুড়া পুরসভার উপ-পৌরপ্রধান দিলিপ আগারওয়াল সংস্থার সম্পাদক অরুনাভ বন্দ্যোপাধ্যায়ের হাতে একটি শুভেচ্ছা বার্তা দিয়ে জানান, এইরকম একটি পালা নাটক বিশ্বের দরবারে পৌঁছে যাওয়ায় নিঃসন্দেহে এটা বাঁকুড়ার গর্ব।
উপ পৌরপ্রধানের শুভেচ্ছা বার্তা নিয়ে আন্তর্জাতিক নাট্য উৎসবে বাঁকুড়ার নাট্য গোষ্ঠী
RELATED ARTICLES