সংবাদদাতা,বাঁকুড়াঃ– প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে শাসক দলের বিরুদ্ধে বার বার দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা। শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন। এবার বিরোধীদের সেই দাবিতে শিলমোহর দিয়ে খোদ দলের নেতার বিরুদ্ধে দুর্নাতিতে যুক্ত থাকার অভিযোগে সরব হলেন বাঁকুড়ার জঙ্গল মহলের এক তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েত সদস্য পিনাকী রঞ্জন মহান্তী। নিজেকে তিনি সিমলাপালের মাচাতোড়া অঞ্চল তৃণমূলের কোর কমিটির সদস্য হিসেবে দাবি করেছেন।
পিনাকীবাবুর বলেন, সামনে ভোট, আমরা সব কিছু বলতে পারছিনা। দলের উচ্চ নেতৃত্বকে সবকিছু জানাতে চাই। মাচাতোড়া অঞ্চল তৃণমূল সভাপতি শিশির কুমার সৎপতি ‘দূর্ণীতিতে যুক্ত’। এমনকি গরীব মানুষদের বঞ্চিত করে দো-তলা তিন তলা বাড়ির মালিককে সরকারি আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি।
স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে রীতিমতো অস্বস্তিতে দল। সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহবাবু এ প্রসঙ্গে বলেন, কারো কোনও অভিযোগ থাকলে দলকে, গ্রাম পঞ্চায়েতে কিম্বা বিডিওকে জানাতে পারেন। বিষয়টি দলীয় পদাধিকারী বা বিধায়ককেও জানানো যেত। কিন্তু উনি কেন তাঁদের অভিযোগ জানাননি বুঝতে পারছি না। দলীয় অনুশাসন না মানলে দল সেই নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। বিজেপির সিমলাপাল মণ্ডল-১ সভাপতি আলোক মহান্তী এ প্রসঙ্গে বলেন, শুধু মাচাতোড়া বা সিমলাপাল নয়, রাজ্যে যতোগুলি পঞ্চায়েত আছে সব কটিতেই তৃণমূলের নেতারা দো-তলা বাড়ির মালিক, কিম্বা চার চাকা গাড়ির মালিক হলেও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছেন। আমরা আগে থেকেই বিষয়টি মানুষের সামনে আনতে চাইছি। এখন শআসক দলের মধ্যেও কারও কারও সম্বিত ফিরছে।