সংবাদদাতা,বাঁকুড়াঃ– পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বাঁকুড়ায় বিজেপিতে ভাঙন ধরাল শাসক দল। বাঁকুড়ার ইন্দাসে, আকুই ২ নং গ্রাম পঞ্চায়েতের রাতড়াতে প্রায় ১৫০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এদিন একটি দলীয় নির্বাচনী সভার মঞ্চে এই যোগদন পর্ব অনুষ্ঠিত হয়। বিজেপি ছেড়ে আসা পরিবার গুলির সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি সেখ হামিদ।
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া অপূর্ব ভট্টাচার্য নামে এক ব্যক্তি এদিন বলেন, যে স্বপ্ন দেখিয়ে তাদের বিজেপিতে যোগ দেওয়ানো হয়েছিল সেই স্বপ্ন অধরাই থেকে গেছে। অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে আসা রাজা মাঝি নামে ব্যক্তি নিজেকে ওই দলের বুথ কমিটির সভাপতি দাবি করে বলেন, ওই দলে কাজ করার কোনো সুযোগ নেই , কোন উন্নয়ন নেই, তাই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত। আগামী দিনে উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগ দিচ্ছি। পাশাপাশি শাসক দলে যোগ দেওয়া অন্যান্য ব্যক্তিরাও এদিন দাবি করেন তৃণমূলের উন্নয়নের সামিল হতেই বিজেপি ছেড়ে তাদেরতৃণমূলে যোগদান ।