eaibanglai
Homeএই বাংলায়দলত্যাগী বিধায়কের হাত ধরে কোতুলপুরে প্রায় এক হাজার বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান

দলত্যাগী বিধায়কের হাত ধরে কোতুলপুরে প্রায় এক হাজার বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান

সংবাদদাতা, বাঁকুড়া:– গত ২৬ অক্টোবর কোতুলপুর বিধানসভার বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন । এবার সেই হরকালী প্রতিহারের নেতৃত্বে প্রায় এক হাজার জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন । শুক্রবার কোতুলপুর হাইস্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এই যোগদান পর্ব ঘটে। যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক হরকালী প্রতিহার , বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত, জেলা সভাপতি অলোক মুখার্জিরা।

প্রসঙ্গত গত এক তারিখ কোতুলপুরে এক দলীয় অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেছিলেন কোতুলপুরের বিধায়ক একা তৃণমূলে গিয়েছে তার সাথে কেউ নেই। এদিন সেই প্রসঙ্গ টেনে বিধায়ক হরকালী প্রতিহার কটাক্ষের সুরে বলেন, “এটা ট্রেলার মাত্র পিকচার আভি বাকি হে ।” বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্তও বিরোধী দলনেতাকে কটাক্ষ করতে ছাড়েননি। এদিনের যোগদান নিয়ে বলতে গিয়ে তিনিও কটাক্ষের সুরে বলেন,”শুভেন্দু অধিকারী এবং বিজেপির প্রতি আস্থা হারিয়ে শয়ে শয়ে বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। “

অন্যদিকে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এ বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন , “বিজেপির কোন কর্মী বা কার্যকর্তা তৃণমূলে যায়নি এটা। তৃণমূল কংগ্রেসের ভাঁওতাবাজি। ওরা সব জায়গাতে ভাওতা দেয়।” বর্তমানে তৃণমূলের যা অবস্থা তাতে করে কেউ তৃণমূল কংগ্রেসে যাবে না বলেই দাবি করেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments