সংবাদদাতা,বাঁকুড়াঃ- ট্রাফিক আইন না মেনে উল্টে পুলিশর সঙ্গে দাদাগিরি। এমনই ছবি ধরা পড়েছে বাঁকুড়ার জয়পুরে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিকের উপর জয়পুর ব্লক সভাপতি ইয়ামিন শেখের ব্যাপক হম্বিতম্বির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত দুর্ঘটনা এড়াতে যথাথত ট্রাফিক আইন যাতে মানা হয় সে বিষয়টি কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সেই মতো বুধবার জয়পুর চৌমাথা মোড় লাগোয়া রাস্তায় বিশেষ অভিযান চালাচ্ছিল পুলিশ। ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছিল ব্যবস্থা। হেলমেট বিহীন ও বৈধ নথিপত্র বিহীন বাইকগুলিকে আটক করে জরিমানা করছিলেন পুলিশ কর্মীরা । ওই সময় ওই এলাকা দিয়ে একটি বাইকে করে যাচ্ছিলেন তৃণমূল ব্লক সভাপতি ইয়ামিন শেখ। চালক ও তৃণমূল নেতা দুজনের মাথাতেই ছিল না হেলমেট। তা দেখেই পুলিশ তাকে আটকালে হম্বিতম্বি ও পুলিশকে রীতিমতো হুমকি দিতে শুরু করেন তৃণমূল নেতা। খোলা বাজারে ব্লক সভাপতির সেই হম্বিতম্বি ও দাদাগিরির ছবি নিমেষে ভাইরাল হয় বিভিন্ন সামাজিক মাধ্যমে।
পরে অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি ইয়ামিন শেখ দাবী করেন বাইক তার ছিলনা ।পুলিশ বাজারের মধ্যে স্থানীয়দের বাইক আটক করে জরিমানা করতে থাকায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল। তাই তিনি ট্রাফিক পুলিশদের ওই কর্মকান্ড বাজারে না করে বাজারের বাইরের রাস্তায় করার কথা বলেছিলেন। পাশাপাশি তিনি এও বলেন, ওঁরা জয়পুর থানার পুলিশ নয় বলে আমাকে প্রথমে চিনতে পারেনি। কাছাকাছি যাচ্ছিলাম বলে হেলমেট পরা হয়নি।
তৃণমূল ব্লক সভাপতির এহেন হম্বিতম্বির ঘটনার তীব্র সমালোচনা করেছে বিজেপি । অন্যদিকে বিষয়টি নিয়ে বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান, তিনিও বিষয়টি শুনেছেন ও খোঁজখবর নিচ্ছেন। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।