সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে দিদির দূত হয়ে বাঁকুড়ার জঙ্গলমহলে গিয়ে বৃদ্ধার ক্ষোভের মুখে পড়লেন খোদ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক জয়প্রকাশ মজুমদার।
বুধবার তালডাংরা বিধানসভার সিমলাপাল ব্লকের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের জিরাবাইদ গ্রামে যান সপারিষদ জয়প্রকাশ মজুমদার । সেখানেই জয়প্রকাশ মজুমদারদের সামনে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন এলাকার এক আশি উর্দ্ধ বিধবা বৃদ্ধা। ওই বিধবা বৃদ্ধা বলেন, ‘আমি কুথাও কিছু পাচ্ছি নাই । স্বামী নাই, বৃদ্ধা ভাতা পাই নাই, তুমরাই তো দেখবে’। সরাসরি ক্ষোভের মুখে পড়ে রেশন প্রসঙ্গ তুলে পরিস্থিতি কোনওমতে সামাল দেওয়ার চেষ্টা করেন জয়প্রকাশবাবু। কিন্তু বৃদ্ধাকে তাতেও দমানো যায়নি। বৃদ্ধা সপাটে জবাব দেন, ‘রেশন কেন! কুথাও কিচ্ছু পাই নাই’। পরে আধার কার্ড না থাকায় ওই বৃদ্ধা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বলে দলবল নিয়ে এলাকা ছাড়েন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেত্রী ও সাংসদ লকেট চ্যাটার্জী বলেন, জয়প্রকাশ মজুমদার কয়েকবার দাঁড়ানোর চেষ্টা করেছেন, ‘তৃণমূলে লাথি খেয়েও তৃণমূল দলে গেছেন’। এই অবস্থায় ‘সম্মানটা কোথাও থাকে নাকি’।