সংবাদদাতা,বাঁকুড়াঃ– গত দুদিনের ভারী বৃষ্টিতে নদীতে জল বেড়ে ডুবে গিয়েছে সেতু। আর সেই ডুবে যাওয়া সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে ঘটে গেল বিপত্তি। জলে ডুবে থাকা সেতু পারাপার করতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল যাত্রী সহ ট্রাক্টর। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম লাগোয়া এলাকায়। দুর্ঘটনার সময় ওই ট্রাক্টরে চালক সহ ৬ জন যাত্রী ছিলেন।
মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদরের শাখা নদী। গত কয়েকদিনের বৃষ্টিতে জেলার অন্যান্য নদীর পাশাপাশি এই শাখা নদীতেও জলস্তর বৃদ্ধি পেয়েছে। নদীর উপরে থাকা নিচু সেতুর উপর দিয়েই বইছে জলের ধারা। এদিন সকালে জীবনের ঝুঁকি নিয়ে ওই জলে ডোবা সেতু দিয়েই ট্রাক্টর নিয়ে রামচন্দ্রপুর থেকে মেজিয়ার দিকে যাচ্ছিলেন চালক। ইঞ্জিনের দুপাশের সিটে ও পিছনের ট্রলিতে বসে ছিলেন আরো পাঁচ জন শ্রমিক। সেতু দিয়ে পেরোনোর সময় আচমকাই জলের তোড়ে নিয়ন্ত্রণ হারায় ট্রাক্টর এবং জলে ভেসে যায়। তবে চালক ও যাত্রীরা প্রত্যেকেই সাঁতার জানায় কোনোক্রমে সাঁতার কেটে পাড়ে ওঠেন।
এলাকার মানুষের দাবী সেতুটি নীচু হওয়ার কারণে নদীতে জল বাড়লেই জলে ডুবে যায় ওই সেতু ও প্রায়শই দুর্ঘটনা ঘটে । অবিলম্বে ওই স্থানে একটি উঁচু সেতু নির্মাণের দাবী জানিয়েছেন স্থানীয়রা।