সংবাদদাতা, বাঁকুড়া:- একটুর জন্য রক্ষা পেল হাওড়া থেকে চক্রধরপুরগামী চক্রধরপুর এক্সপ্রেস। করমন্ডল এক্সপ্রেসের মতোই ওন্দাগ্রাম রেল স্টেশনের ট্রেন দুর্ঘটনায় ভয়ংকর পরিণতি হতে পারত চক্রধরপুর এক্সপ্রেসেরও।
রবিবার ভোর চারটে নাগাদ ভয়ংকর ট্রেন দুর্ঘটনা ঘটে বাঁকুড়ার ওন্দা গ্রাম রেল স্টেশনের কাছে। লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে বাঁকুড়া থেকে বিষ্ণুপুরগামী অপর একটি মালগাড়ি। গতি বেশি থাকায় লাইন থেকে ছিটকে যায় চলন্ত মালগাড়ির একাধিক বগি এবং ইঞ্জিনটি দাঁড়িয়ে থাকা মাল গাড়ির উপরে ওঠে যায় ও দুমড়ে মুচড়ে যায়। দুই মালগাড়ির মোট ১৩টি ওয়াগন লাইনচ্যুত হয়। সৌভাগ্যবশত দুর্ঘটনাগ্রস্ত দুটি ট্রেনই মালগাড়ি হওয়ায় চালক ছাড়া কেউ আহত হননি। কিন্তু ভাগ্যের খেলায় মাত্র কয়েক মিনিটের জন্যে রক্ষা পেল শতাধিক মানুষ। করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছিল বললে ভুল হবেনা। কারণ ভোর ৩:৫০ নাগাদ বাঁকুড়ার ওন্দা গ্রাম পার করার কথা ছিল চক্রধরপুর এক্সপ্রেসের। ওন্দা গ্রামে স্টপেজ না থাকায় গতির সাথে বেরিয়ে যাওয়ার কথা চক্রধরপুর এক্সপ্রেসের। কিন্তু ট্রেনটি এদিন লেট করায় ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। সম্প্রতি ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় করমন্ডল এক্সপ্রেসের মতো এদিন চক্রধরপুর এক্সপ্রেসও লাইচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তবে এদিন ট্রেনটি লেট করায় বিষ্ণুপুর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় চক্রধরপুর এক্সপ্রেসকে। পরে লাইন ক্লিয়ার হলে নটা নাগাদ বাঁকুড়া স্টেশন ঢোকে চক্রধরপুর এক্সপ্রেস।