সংবাদদাতা, বাঁকুড়াঃ– সোমবার বিকেলে উল্টো রথের শোভাযাত্রায় মেতে উঠলেন বাঁকুড়ার ভক্তরা। সাতদিন মাসির বাড়িতে কাটিয়ে এদিন ছিল প্রভু জগন্নাথ, বলরাম ও তাঁদের বোন শুভদ্রাদেবীর বাড়ি ফেরার পালা। সেই মতো এদিন রাজগ্রামের গুণ্ডিচা মন্দির থেকে বের হয় রথ এবং শোভা যাত্রা করে রথ পৌঁছয় বাঁকুড়া শহরের লালবাজার শ্রী শ্রী হরেকৃষ্ণ নাম হট্ট সংঘের মন্দিরে।
ইসকন পরিচালিত লালবাজার শ্রী শ্রী হরেকৃষ্ণ নাম হট্ট সংঘের উল্টো রথ ঘিরে বাঁকুড়া শহরের রাস্তায় নামে মানুষের ঢল। প্রভু জগন্নাথ দেবের রথের রশিতে টান দিতে ভিড় জমে যায় ভক্তদের। যদিও শোভাযাত্রা নির্বিঘ্নেই গন্তব্যস্থলে পৌঁছয়।