সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবারের পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার মেজিয়া পঞ্চায়েত সমিতির ৬ নম্বর আসন থেকে লটারি বিক্রেতা সুকুমার বাউরীকেই প্রার্থী করেছে বামেরা। তবে বাম আমলে এই লটারি বিক্রেতাকেই মানুষ একসময় দেখেছে পঞ্চায়েত প্রধানের রূপে। দশ বছর ধরে পঞ্চায়েত প্রধান ছিলেন সুকুমার। তবে শুধু দশ বছরের পঞ্চায়েত প্রধানই নন, এই সুকুমার বাউরী পাঁচ বছরের উপপ্রধান এবং পাঁচ বছরের গ্রাম পঞ্চায়েত সদস্যও ছিলেন।
এবার তিনি আবারও ভোটের ময়দানে। ভোটের লড়াইয়ে নামলেও ঢাল নেই তরোয়াল নেই, যেন নিধিরাম সর্দার। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মতো তার প্রচারে নেই কোন আড়ম্বর, কখনো একা, কখনো বা আবার এক, দুজন সঙ্গীকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন। লাল ঝান্ডাকে শক্তিশালী করতে করেন ভোট ভিক্ষা। আর তার এই প্রচারের সঙ্গী বলতে একটি সাইকেল। সাত সকালেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন গ্রামে গ্রামে। সাইকেলে বাঁধা লাল ঝান্ডা, আর একটি থলি। আর এই নিয়েই বেলা ১১ টা পর্যন্ত চলে তার প্রচার। প্রচার শেষে বেলা বাড়ার পর পেটের তাগিদে বিক্রি করেন লটারি। আবার সন্ধ্যের দিকে যোগদান করেন পার্টির মিটিংয়ে। এই ভাবেই দিনভর মেজিয়া শিল্পাঞ্চলে বলতে গেলে একাই প্রচার চালিয়ে যাচ্ছেন বাম প্রার্থী সুকুমার বাউরী। যদিও দমবার পাত্র নন তিনি। বরং জেতার ব্যাপারে যথেষ্ঠ আশাবাদী তিনি। সুকুমারবাবুর দাবি প্রচারে ভালোই সাড়া পাচ্ছেন। আর এহেন সুকুমারকেই বামপন্থার দৃষ্টান্ত উদাহরণ বলে দাবি করেছেন স্থানীয় বাম নেতৃত্ব।