সংবাদদাতা,বাঁকুড়াঃ– জঙ্গলে ঘেরা বাঁকুড়ার সরকারি রিসর্টে এক অজানা জন্তুর দেখা মিলল। ওই ঘটনাকে কেন্দ্র করে রিসর্টে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার রাতে বাঁকুড়ার জয়পুরের বনফুল নামে একটি সরকারি রিসর্টে ঢুকে পড়ে জন্তুটি। এরপর রিসর্টের আবাসিক ও কর্মীদের মধ্য়ে হুলুস্থলু পড়ে যায়। জানা গেছে এদিন গভীর রাতে রিসর্টের ছাদে প্রথম দেখা মেলে প্রাণীটির। এরপর রিসর্টের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সেটি। যদিও ঘণ্টাখানেক বাদে রিসর্ট এলাকায় আর দেখা যায়নি প্রাণীটিকে। কর্মীদের দাবি জঙ্গল এলাকা হলেও এই ধরণের কোনও প্রাণী আগে দেখেননি তাঁরা।
অন্যদিকে প্রাণীটি ঘোরাঘুরির মুহুর্ত ক্যামেরাবন্দি করে রাখেন রিসর্ট কর্মীরা। পরে বনবিভাগের কাছে ওই ছবি পাঠানো হলে জানা যায় প্রাণীটির নাম গন্ধগোকুল । খাবারের সন্ধানেই প্রাণীটি জঙ্গলঘেরা ওই রিসোর্টে ঢুকে পড়েছিল বলে মনে করছেন বনকর্মীরা। বনদফতর সূত্রে জানা গেছে জয়পুরের জঙ্গলে প্রচুর সংখ্যক গন্ধগোকুল রয়েছে। কখনও কখনও তারা লোকালয়ে চলে আসে। এর আগেও কোতুলপুর ও জয়পুরের লোকালয় থেকে গন্ধগোকুল উদ্ধার হয়েছে বলে বনদফতর সূত্রে জানা গেছে।