সংবাদদাতা,বাঁকুড়াঃ– গাছের একটি ডাল থেকে একসঙ্গে স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার হিড়বাঁধে। মৃতরা হল বছর তেইশের প্রদীপ সর্দার ও তার স্ত্রী সাবিত্রী সর্দার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবিত্রী সর্দার ও প্রদীপ সর্দার হিড়বাঁধ থানার ভুয়াকানা গ্রামের বাসিন্দা। বছর খানেক আগে সাবিত্রীর সঙ্গে বিয়ে হয় হিড়বাঁধের ভুয়াকানা গ্রামে প্রদীপ সর্দারের। এমনকি বর্তমানে সাবিত্রী সর্দার পাঁচ মাসের গর্ভবতী ছিলেন বলেও পরিবারের সদস্যদের দাবি।
পরিবার সূত্রে জানা গেছে বুধবার প্রদীপ ও সাবিত্রী দুজনে বাড়িতেই ছিলেন । দম্পতির মধ্যে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেননি পরিবারের অন্যান্য লোকজন। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে বাড়িতে আর তাদের দেখতে পাওয়া যায়নি। খোঁজাখুঁজি করতে বাড়ি থেকে প্রায় পাঁচ ছশো মিটার দূরে একটি গাছে তাদের দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাথে সাথে খবর দেওয়া হয় হিড়বাঁধ থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেহগুলি উদ্ধার করে হিড়বাঁধ ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের মৃত ঘোষণা করা হলে দেহগুলি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ।
অন্যদিকে নবদম্পতির এই মৃত্যুর ঘিরে রহস্য দানা বেঁধেছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হিড়বাঁধ থানার পুলিশ।