eaibanglai
Homeএই বাংলায়পৌরপ্রধানের 'স্বৈরাচারিতার' অভিযোগে পদত্যাগ বাঁকুড়া পৌরসভার উপ-পৌরপ্রধানের

পৌরপ্রধানের ‘স্বৈরাচারিতার’ অভিযোগে পদত্যাগ বাঁকুড়া পৌরসভার উপ-পৌরপ্রধানের

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ পৌরপ্রধানের বিরুদ্ধে ‘স্বৈরাচারিতার’ অভিযোগ। আর এই অভিযোগ তুলেই পদত্যাগ করলেন বাঁকুড়া পৌরসভার উপ-পৌরপ্রধান দিলীপ আগরওয়াল। শুক্রবার বিকেল নাগাদ পৌরসভা ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নিজের পদত্যাগ করার কথা ঘোষণা করেন তিনি। পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্তের বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙ্গুল তুলে পদত্যাগী উপ পৌরপ্রধান জানান, গত দু-বছর ধরে পরিকল্পনা করে কোনও কাজ করতে দেওয়া হচ্ছে না। বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান তাঁকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পৌরসভা পরিচালনা করে চলেছেন। ঘটনায় উপ পৌরপ্রধান দিলীপ আগরওয়াল অপমানিত বোধ করার জেরেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানান তিনি। তাঁর বক্তব্য, সম্প্রতি পৌরসভার ট্রাক্টর মেরামতির জন্য একটি সংস্থাকে তিনি বরাত দিয়েছিলেন। সম্পূর্ণ আইন মেনে সেই কাজ হলেও পৌরপ্রধান বিনা কারণে সেই সংস্থার টাকা আটকে রেখেছেন বলে দাবী করেন তিনি। পাশাপাশি পৌরসভার কাজের জন্য টোটো কেনার ক্ষেত্রেও একই ঘটনার সম্মুখীন হতে হয়েছে বলে তাঁর দাবি। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বিষয়টি জেলা নেতৃত্ব থেকে তৎকালীন জেলা পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও কোনও কাজ না হওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই নিজের পদত্যাগপত্র দলের জেলা সভাপতি ও বর্তমান জেলা অবজার্ভার শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছেন বলে জানান উপ-পৌরপ্রধান দিলীপ আগরওয়াল। যদিও পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্তের দাবী, তার কাছে এধরণের কোন অভিযোগ আসেনি। উপপৌরপ্রধানের পদত্যাগ পত্রও তিনি পাননি বলে জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments