সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার সুপুর থেকে হীড়বাঁধ যাওয়ার গুপুত্বপূর্ণ রাস্তাটির বেহাল অবস্থা দীর্ঘদিন। অভিযোগ বেহাল অবস্থার জেরে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এমনকি গতকালও একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুচিয়াড়া মোড়ের কাছে উল্টে যায়। দুর্ঘটনায় বহু যাত্রী আহত হন। এরপরই রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। স্থানীয়দের দাবি মেটানোর আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। সেই মতো সোমবার রাস্তাটি সংস্কারের উদ্দেশ্যে কুচিয়াড়া এলাকায় পরিদর্শনে যান খাতড়া ও হীড়বাঁধ ব্লকের দুই বিডিও ও পুর্ত দফতরের আধিকারিকরা এবং দফায় দফায় গ্রামবাসীদের সাথে আলোচনা করেন। কিন্তু নতুন রাস্তার দাবিতে অনড় গ্রামবাসীরা রাস্তা সংস্কারের প্রস্তাব খারিজ করে দেন। পাশাপাশি প্রশাসনের আশ্বাস না পেয়ে কোদাল ও ঝুড়ি নিয়ে ফের আন্দোলনে নামেন তারা।
অন্যদিকে পুর্ত দফতরের সংশ্লিষ্ট এক আধিকারিকের কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান ওই রাস্তা নতুন করে তৈরির জন্য প্রস্তাব দেওয়া হলেও তা এখনো মঞ্জুর হয়নি। এখন আপাতত রাস্তা মেরামতের কাজ হবে। গ্রামবাসীরা বাধা দিলে সে কাজও আটকে যাবে। তবে এদিন প্রশাসনের রাস্তা সংস্কারের প্রস্তাব খারিজ করে দিয়ে রাস্তা সংস্কারের কাজে হাত লাগান খোদ গ্রামবাসীরাই।