সংবাদদাতা, বাঁকুড়া :– আবাস যোজনার উপভোক্তা নির্বাচন নিয়ে রাজ্যজুড়ে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে সরব বিরোধীরা। চলছে আন্দোলন বিক্ষোভ। এরই মাঝে মঙ্গলবার বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের মশিয়াড়া গ্রামে আবাস যোজনা প্রকল্পের অবস্থা খতিয়ে দেখতে পৌঁছয় কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে আবাস যোজনা নিয়ে বেনিয়মের অভিযোগ তোলে গ্রামবাসীদের একাংশ। এমনকি কেন্দ্রীয় দল স্থানীয় মশিয়াড়া গ্রাম পঞ্চায়েতে গেলে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামের বঞ্চিত মানুষজন।
প্রসঙ্গত আবাস যোজনায় দুর্নীতি নিয়ে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের মশিয়াড়া গ্রামের বাসীন্দাদের মধ্যেও ক্ষোভের পারদ চড়ছিল। তারই মধ্যে এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দল গ্রামে পৌঁছাতেই গ্রামবাসীদের সেই ক্ষোভের আগুনে ঘি পড়ে। এদিন দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল গ্রামে গিয়ে উপভোক্তাদের নির্মীয়মান বাড়ি ঘুরে ঘুরে দেখেন। সেই সময় আবাস যোজনায় নিয়ে ব্যাপক বেনিয়মের অভিযোগ তোলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবী গ্রামের কোনো কোনো পরিবারের জন্য একাধিক বাড়ি বরাদ্দ করা হলেও প্রকৃত গৃহহীনদের জন্য বাড়ি বরাদ্দ করা হয়নি। আবাস যোজনার নির্মীয়মান বাড়ির বোর্ড লাগানো নিয়েও বেনিয়মের অভিযোগ তোলেন গ্রামবাসীরা। স্থানীয়দের দাবী এতদিন ধরে আবাস যোজনার বাড়ি তৈরি করার কাজ চললেও সেই বাড়িগুলিতে প্রকল্প নির্দেশক কোনো বোর্ড টাঙানো হয়নি। কেন্দ্রীয় দল আসার খবর পেয়ে গতকাল রাতে তড়িঘড়ি আবাস যোজনার নির্মীয়মান বাড়িগুলিতে প্রকল্প নির্দেশক বোর্ড টাঙিয়ে দেয় স্থানীয় মশিয়াড়া গ্রাম পঞ্চায়েত।
বেনিয়মের অভিযোগ তুলে স্থানীয় মশিয়াড়া গ্রাম পঞ্চায়েতেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অন্যদিকে এদিন এলাকার মানুষের ক্ষোভের আঁচ পেয়ে প্রথমে সংবাদমাধ্যমের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে থাকা খাতড়া মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা। সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়ে মহকুমা শাসক বিষয়টিকে এড়িয়ে যাওয়ারও চেষ্টা করেন।