সংবাদদাত,বাঁকুড়াঃ- গতকাল ৫ সেপ্টেম্বর দেশের প্রথম উপরাষ্ট্রপতি তথা দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে সারা দেশজুড়ে পালিত হয়েছে শিক্ষক দিবস। স্কুল, কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা তথা গুরুদের বিভন্নভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছে পড়ুয়ারা। কোথায় পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা ও সম্মান জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। নিজেদের নানাবিধ প্রতিভা প্রদর্শনীর মাধ্যমে যেমন শিক্ষককুলকে শ্রদ্ধা জ্ঞাপনের চেষ্টা করেছে তারা তেমনি পেন, ফুল, কার্ড সহ নানাবিধ উপহারের মাধ্যমেও শ্রদ্ধা জ্ঞাপন করেছে অনেকে। কিন্তু শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, আদানপ্রদানের এই সংস্কৃতি কি বদলে যাচ্ছে বর্তমান সময়ে? এমনই কিছু ভাইল ভিডিও তুলে দিয়েছে এই প্রশ্ন। যে ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষিক শিক্ষিকাদের উদ্দেশ্যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বরং জোরে গান চালিয়ে উদ্দাম নৃত্যে মেতেছে পড়ুয়ারা। এমনই দুটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার একটি বাঁকুড়ার বিষ্ণুপুরের রামানন্দ কলেজের অন্যটি বাঁকুড়ারই জঙ্গল মহলের রানীবাঁধের দেউলী শুক্লা উচ্চ বিদ্যালয়ের। যদিও ওই ভিডিওগুলির সত্যতা যাছাই করেনি এইবাংলায় ডটকম।
রামানন্দ কলেজের ঘটনায় সমালোচনায় সুর চড়িয়েছে বিজেপি। ঘটনার জন্য তৃণমূল ছাত্র সংগঠনকে দায়ী করে বিজেপির দাবী এটাই তৃণমূলের সংস্কৃতি। শিক্ষক দিবসের প্রকৃত অর্থ তৃণমূল না জানাতেই এমন ঘটনা ঘটেছে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের তরফে দাবী করা হয় অনুষ্ঠানটি ছাত্র সংগঠনের ছিল না। সংগঠনের কেউ ওই ঘটনায় যুক্তও নয়। কলেজের অধ্যক্ষা অবশ্য ওই উদ্দাম নৃত্যের কথা স্বীকার করে নিয়েছেন এবং তিনি তাতে দোষের তেমন কিছু দেখছেন না বলে জানিয়েছেন। অধ্যক্ষার সাফাই কলেজেরই সঙ্গীত বিভাগের প্রাক্তন ছাত্রদের একটি ব্যান্ড শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসেছিল। অনুষ্ঠানের শেষে তাদের গানের সঙ্গে কলেজের ছাত্র ছাত্রীরা একটু নাচানাচি করেছে।
অন্যদিকে একইরকম ছবি ধরা পড়েছে রানীবাঁধের দেউলী শুক্লা উচ্চ বিদ্যালয়ের। যেখানে দেখা গেছে স্কুল প্রাঙ্গনে ডিজে বাজিয়ে দল বেঁধে উদ্দাম নৃত্য়ে মেতেছে ছাত্র ও ছাত্রীরা। যা দেখে রীতিমতো হতবাক সকলে। ছোট ছোট পড়ুয়াদের এহেন শ্রদ্ধা জ্ঞাপনের বহর দেখে উঠেছে নিন্দার ঝড়। যদিও এবিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা পরিদর্শক পীযূষ কান্তি বেরা জানান বিষয়টি তার জানা নেই, খোঁজখবর নিয়ে প্রয়োজনে স্কুলের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হবে।