সংবাদদাতা,বাঁকুড়াঃ– কোথাও দুই জায়ের লড়াই, আবার কোথাও দুই ভাইয়ের লড়াই। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভোট যুদ্ধে পারিবারিক সদস্যদের মধ্যেও লড়াইয়ের ছবি ক্রমশ সামনে আসছে। বাঁকুড়ার ওন্দা ব্লকের রামসাগর অঞ্চলের হাজরা পাড়ায় ভোট যুদ্ধেও উঠে এসেছে এমনই পারিবারিক প্রতিদ্বন্দ্বিতার ছবি। এখানে ভোটের ময়দানে মুখোমুখি লড়াইয়ে জেঠু ও ভাইপো। একই পরিবারের দুই সদস্য হলেও দুজনের মতাদর্শ আলাদা। একজন তুলে ধরছেন শাসক দলের উন্নয়নের খতিয়ান আর অন্যজন তুলে ধরছেন শাসক দলের অনুন্নয়ন ও দুর্নীতি।
জেঠু বুদ্ধদেব দত্ত ঘাস ফুলের প্রতীক নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়ে ভোট ময়দানে নেমেছেন। উন্নয়নকে হাতিয়ার করে গ্রামের মানুষের দরজায় গিয়ে আশীর্বাদ চাইছেন। অন্যদিকে বুদ্ধদেব বাবুর নিজের ভাইপো প্রান্তিক দত্ত ভোট যুদ্ধে সামিল হয়েছেন একেবারে ভিন্ন মতাদর্শ নিয়ে সিপি আই এম প্রার্থী হয়ে। প্রান্তিক রাজ্য সরকারের অনুন্নয়ন ও দুর্নীতিকে হাতিয়ার করেই ভোটের ময়দানে জেঠুর সঙ্গে লড়াইয়ে নেমেছেন।
দুজনের মতাদর্শ আলাদা। রাজনৈতিক প্লাটফর্মও আলাদা। তবে এই বিরোধ পারিবারিক সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না বলেই দাবি দুই প্রার্থীর। সব মিলিয়ে রামসাগর ২১ নম্বর বি ডি হাজরা বুথ এখন জ্যেঠু ও ভাইপোর লড়াইকে ঘিরে জমে উঠেছে। এখন যুদ্ধে শেষে শেষ হাসি কে হাসে সেদিকেই তাকিয়ে হাজরা পাড়ার মানুষ।