eaibanglai
Homeএই বাংলায়পৌঁছয়নি মনোনয়ন পত্র, বাঁকুড়ার মেজিয়া ব্লকে ক্ষোভ বিরোধীদের

পৌঁছয়নি মনোনয়ন পত্র, বাঁকুড়ার মেজিয়া ব্লকে ক্ষোভ বিরোধীদের

সংবাদদাতা, বাঁকুড়া:- পঞ্চায়েত নির্বাচন ও মনোনয়ন তোলার দিন ঘোষণা হওয়ার পরও নির্দিষ্ট সময়ে মনোনয়ন পত্র তুলতে গিয়ে হেনস্থার শিকার হতে হল রাজনৈতিক পদপার্থীদের। বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ বাম ও পদ্ম শিবিরের। তাদের অভিযোগ কোনও প্রস্তুতি ছাড়াই তড়ঘড়ি করে নির্বাচনের দিন ঘোষণা হওয়াতেই এই বিপত্তি দেখা দিয়েছে। যদিও শাসক দলের দাবি নির্বাচন নিয়ে প্রশাসন তথা নির্বাচন কমিশন যথেষ্টই সজাগ। ঘটনা বাঁকুড়ার মেজিয়া ব্লকের।

উল্লেখ্য ইতিমধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। মনোনয়ন তোলার দিন ধার্য হয়েছে ৯ জুন থেকে ১৫ই জুন। কিন্তু এদিন বাঁকুড়ার মেজিয়া ব্লকে মনোনয়নপত্র তুলতে গিয়েও তা তুলতে পারেননি রাজনৈতিক পদপার্থীরা। কারণ হিসেব প্রশাসনের তরফে জানানো হয় এখন মনোনয়ন পত্র এসে পৌঁছয়নি। এরপরই তড়িঘড়ি সর্বদলীয় বৈঠকের আয়োজন করে মেজিয়া ব্লক প্রশাসন। তবে মনোনয়ন পত্র না তুলে বাড়ি ফিরতে নারাজ বলে জানায় বাম ও বিজেপি নেতৃত্ব।

অন্যিদিকে বিরোধীদের তোলা এই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। তাদের দাবি প্রশাসন তথা নির্বাচন কমিশন যথেষ্টই সজাগ। খুব শিঘ্র মনোনয়ন পত্র তোলার কাজ শুরু হবে। এদিকে মেজিয়া ব্লক প্রশাসন সূত্রে খবর মনোনয়নপত্রের প্রতিলিপি তৈরি করে মনোনয়ন পত্র তোলার কাজ শুরু করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments