eaibanglai
Homeএই বাংলায়বেসরকারি মোবাইল নেটওয়ার্ক কোম্পানির গাফিলতিতে জলসংকটে একাধিক গ্রামের বাসিন্দারা

বেসরকারি মোবাইল নেটওয়ার্ক কোম্পানির গাফিলতিতে জলসংকটে একাধিক গ্রামের বাসিন্দারা

সংবাদদাতা, বাঁকুড়া:- বেসরকারি মোবাইল নেটওয়ার্ক কোম্পানির কর্মীদের গাফিলতির জেরে ফেটে গেল পানীয় জলের পাইপ লাইন। এই গরমে যার জেরে জল সংকট দেখা দিয়েছে তিন থেকে চারটি গ্রামে। ঘটনা বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর এলাকার।

জানা গিয়েছে গতকাল শনিবার একটি বেসরকারি মোবাইল নেটওয়ার্ক কোম্পানির কর্মীরা অপটিক্যাল ফাইবার কেবল বিছানোর জন্য গোবিন্দপুর এলাকার রাস্তায় খোঁড়া খুঁড়ি করছিলেন। সেই সময় অসাবধানতা বশত কুশমুড়ি ট্যাঙ্কের অধীনে থাকা পানীয় জলের পাইপ লাইন ফেটে যায়। পাইপ লাইন ফেটে বন্যার জলের মতো জল বইতে থাকে রাস্তার উপর দিয়ে। যার জেরে বন্ধ হয়ে আশেপাশের তিন চারটি গ্রামের পানীয় জল সরবরাহ। জানা গেছে ওই পাইপ লাইন দিয়ে আশেপাশের গ্রামগুলিতে প্রায় ৫০০টি কলে পানীয় জল সরবরাহ করা হয়। দ্রুত পাইপ লাইন সারিয়ে জল সরাবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments