সংবাদদাতা,বাঁকুড়া:- বাঁকুড়ার জঙ্গলে দেখা মিলল নেকড়ের। তাও আবার একজোড়া। আর গোটা ঘটনাটি ক্যামেরা বন্দি করেছেন খোদ এক বনাধিকারী। বনাধিকারীদের দাবি নেকড়ে দুটির একটি পুরষ ও অন্যটি মহিলা। সম্প্রতি বাঁকুড়া উত্তর বনবিভাগের নিরশা মোড় এলাকায় পিড়রাবনির জঙ্গলে ভারতীয় প্রজাতির ওই দুটি নেকড়ের দেখা মেলে। রাতের জঙ্গলে বন দফতরের আধিকারিকদের ক্যামেরায় ওই দুটি নেকড়ের ছবি ধরা পড়ে ।
বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে স্থানীয় বাসিন্দারা মাঝেমধ্যে নেকড়ের দেখা পেলেও এই প্রথম জোড়া নেকড়ের ছবি ধরা পড়ল ক্যামেরায়। বন দফতরের ধারণা বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে তৃণভোজী প্রাণীর সংখ্যা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। তার ফলে নেকড়ের মতো মাংসাশী প্রাণীর সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জেলার জঙ্গলে নেকড়ের সংখ্যা বৃদ্ধিকে ভালো ইঙ্গিত বলে মনে করছেন বন দফতরের আধিকারিকরা। এর ফলে ইকো সিস্টেম সুস্থ ও সমৃদ্ধ হচ্ছে বলেই মনে করছেন বন দপ্তরের আধিকারিকরা।
তবে ২০১৫ সালে পুরুলিয়ার কোটশিলা থানার দক্ষিণ টাটুয়াড়া এলাকায় আতঙ্কে একটি চিতাকে মেরে গাছে ঝুলিয়ে রেখেছিল স্থানীয় গ্রামবাসীরা। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে সতর্ক বন দফতর। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন নেকড়ে সাধারণত মানুষকে আক্রমণ করে না। তাছাড়া বাঁকুড়া জেলার মানুষের মধ্যে বণ্যপ্রাণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা যথেষ্ট। স্বাভাবিক ভাবেই এক্ষেত্রে নেকড়ে গুলির কোনো ক্ষয়ক্ষতির তেমন আশঙ্কা নেই বলেই মনে করছে বন দফতর।