eaibanglai
Homeএই বাংলায়তিন মিনিটে গ্র্যান্ড মাস্টারের তকমা তিন বছরের খুদের

তিন মিনিটে গ্র্যান্ড মাস্টারের তকমা তিন বছরের খুদের

শুভ্রাচল চৌধুরী,বাঁকুড়া:– মাত্র ৩মিনিটের কম সময়ে কুড়িটা দেশের রাজধানী, ২৮ টি রাজ্য, ছটি ঋতু, সপ্তাহের ৭ দিন, পাঁচটি করে ফল এবং সবজি, দুটি ফুল , পাঁচটি পশু , শরীরের ১৮ টি গুরুত্বপূর্ণ অংশ এবং ৬০ টি জেনারেল নলেজ প্রশ্নের উত্তর বলে দিতে পারে বছর তিনের খুদে মিরাজুল আলম । শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর এই অসম্ভব স্মৃতিশক্তির জন্যই সে ওয়ার্ল্ড রেকর্ড ইউনিভার্সিটি থেকে পেয়েছে গ্র্যান্ড মাস্টারের তকমা। এর আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও নাম উঠেছিল সৈয়দ মাহিকের।

এই খুদে বাঁকুড়ার খাতরার তিলাকানালি গ্রামের বাসিন্দা মিরাজুল আলম এবং খুশবু বেগমের সন্তান। সন্তানের এই কীর্তিতে গর্বিত বাবা-মা এবং পরিবার-পরিজনেরা। সৈয়দের বেড়ে ওঠায় বাবা এবং মা দুজনেরই সমান প্রভাব থাকলেও ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করার জন্য মায়ের হাতেই তালিম নিয়ে এসেছে ছোট্ট সৈয়দ । দুষ্টুমি এবং খেলাধুলোর পাশাপাশি চলেছে অভ্যাস। খেলনা বন্দুক নিয়ে পুলিশ সাজা ছাড়াও হেলিকপ্টার এবং প্লেন নিয়ে খলতে ভালোবাসে এই বিষ্ময় বালক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments