সংবাদদাতা,বাঁকুড়াঃ- নিখোঁজ বাবাকে খুঁজতে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল ছেল ও তার এক বন্ধুর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনার থানার তিলনা এলাকায়। মৃত ব্য়ক্তির নাম বুধন মন্ডল ও তার বন্ধু বিপদতারণ ঘোষাল।
পুরুলিয়ার সাঁতুড়ি থানার ঘোড়ামূর্গা গ্রামের বাসিন্দা বুধন মন্ডল পেশায় লরি চালক। গতকাল দুপুরে মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান তাঁর বাবা। সন্ধ্যার পরও তিনি বাড়ি ফেরেননি। এদিকে কাজ থেকে রাতে বাড়ি ফিরে বাবা নিখোঁজ বলে জানতে পারেন বুধন। এরপরই গ্রামের আরও দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে করে বাবাকে খুঁজতে বেরিয়ে যান। তাঁদের ধারণা ছিল বাবা বাঁকুড়ার দিকে গিয়ে থাকতে পারেন। তাঁরা বাঁকুড়া যান এবং সেখানে বিভিন্ন জায়গায় সন্ধান চালানোর পরও বাবার খোঁজ না পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গভীর রাতে ফিরতি পথে ছাতনার থানার তিলনা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বাইক। একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকে ধাক্কা মের। ঘটনায় তিনজনই বাইক থেকে ছিটকে পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যায় ছাতনা থানার পুলিশ এবং তিনজনকেই উদ্ধার করে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে বুধন মন্ডল ও বিপদতারণ ঘোষালকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গুরুতর জখম আর এক বন্ধু বাপি ঘোষকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ।
এদিকে আকস্মিক ঘটে যাওয়া এই ঘটনায় পুরুলিয়ার ঘোড়ামূর্গা গ্রামে শোকের ছায়া নামে। একই সাথে গ্রামের দুই যুবকের মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামবাসী। দিশেহারা মৃতদের পরিবারও।


















