সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিয়ে করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল বরযাত্রী বোঝাই বাস। দুর্ঘটনায় বেশকয়েকজন জখম হলেও কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার অমরকাননে।
জানা গেছে বাঁকুড়ার ওন্দা থেকে ঝাড়খণ্ডের দুমকার উদ্যেশ্য যাচ্ছিল বরযাত্রী বোঝাই টুরিস্ট বাসটি। বাকুড়া-রানিগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে আমরকানন কলেজ মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় বাসটি। বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় গুরুতর জখম হন অনেকেই। স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ।
বাসের যাত্রীরা জানান হঠাৎ করে বাসের চালক অসুস্থ হয়ে পড়েন এবং বাসের নিয়ন্ত্রণ হারান। এরপরই বাসটি রাস্তার ধারে উল্টে যায়।





