সংবাদদাতা,বাঁকুড়াঃ- দূরারোগ্য ডায়মণ্ড-ব্ল্যাকফ্যান অ্যানিমিয়ায় আক্রান্ত ছোট্ট আঁখি। ব্যায় বহুল চিকিৎসার জন্য প্রয়োজন ৪০ লক্ষ টাকা। এদিকে সাধারণ নিম্নমধ্যবিত্ত আঁখির পরিবারের ক্ষেত্রে ওই টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। শুধুমাত্র অর্থের অভাবে জীবন সংশয় দেখা দিয়েছে ছোট্ট মেয়েটির। তাই সন্তানের জীবন বাঁচাতে সাহায্য়ের কাতর আহ্বান জানাচ্ছেন আঁখির অভিভাবক।
বাঁকুড়ার গঙ্গাজলঘাটির ভাড়াডিহি গ্রামের বাসিন্দা আঁখি মাজি। একটি বেসরকারী সংস্থায় কর্মরত আঁখি-র বাবা মিঠু মাজি। তিনি জানান, মেয়ের যখন মাত্র ছ’মাস বয়স তখন সে জ্বরে আক্রান্ত হয়। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ, কলকাতার ইনস্টিটিউট অব চাইল্ড হেল্থ ঘুরে চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতালে চিকিৎসা করানো হয় তখন। তখনই জানা যায় সদ্যোজাত শিশুটি দূরারোগ্য ডায়মণ্ড-ব্ল্যাকফ্যান অ্যানিমিয়ায় আক্রান্ত। এই রোগে শরীরে রক্ত তৈরি হয় না। তাই প্রয়োজন বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। যার জন্য বর্তমানে খরচ পড়বে প্রায় ৪০ লক্ষ টাকা। বিপুল পরিমান টাকা যোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছেন মিঠু মাঝি। এই অবস্থায় সকলের ক্ষুদ্র ক্ষুদ্র দানে ছোট্ট আঁখি জীবন ফিরে পেতে পারে। মেয়ের জীবন রক্ষার্থে সকলের কাছে আর্থিক সাহায্যের কাতর আবেদন জানিয়েছেন তিনি ও তাঁর স্ত্রী।

















