সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার জয়পুরে কুকুরের কামড়ে এক কিশোরর মৃত্যুর ঘটনায় এক ওঝাকে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ। ধৃত ওঝার নাম বলরাম কুন্ডু । পুলিশ তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করলে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
ঘটনা প্রসঙ্গে জানা যায় মাস তিনেক আগে গত ডিসেম্বর মাসে জয়পুর থানার ডাঙ্গরপাড়া গ্রামের বাসিন্দা ঋজু লোহার নামে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রকে স্কুলে থেকে বাড়ি ফেরার পথে পাগলা কুকুরে কামড়ে দেয়। পরিবারের লোকজন তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে নিয়ে যায়পার্শ্ববর্তী বেলিয়াড়া গ্রামের এক ওঝার কাছে। ওঝা কিশোরকে মন্ত্রপূত জলপোড়া খাইয়ে ছেড়ে দেয়। পরিবারের সদস্যদের দাবি ওঝা জানিয়েছিল কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেই মতো কোনো চিকিৎসা না করিয়ে বাড়িতেই রেখে দেওয়া হয় কিশোরকে । কিন্তু ক্রমে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে গত ১২ ফেব্রুয়ারি তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।
অবশেষে জয়পুর থানায় একটি মামলা রুজু করে মৃত কিশোরের বাবা, মা। সেই অভিযোগের ভিত্তেতে তদন্ত শুরু করে পুলিশ এবং গতকাল অভিযুক্ত ওঝাকে গ্রেফতার করে আদালতে পেশ করে।