সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাইক চুরি কাণ্ডের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল বাঁকুড়ার মেজিয়া থানার পুলিশ। তদন্তে হদিশ বাইক চুরি চক্রের। গ্রেফতার দুই। চুরি যাওয়া বাইকের পাশাপাশি উদ্ধার হল আরও বাইক।
ঘটনা প্রসঙ্গে জানা যায় গত ২৭ শে ফেব্রুয়ারী মেজিয়ার জেমুয়ার বাসিন্দা স্বপন চক্রবর্তীর বাইক চুরি যায় মেজিয়ার একটি বেসরকারি লৌহ ইস্পাত কারখানার গেটের সামনে থেকে। এর পর তিনি মেজিয়া থানায় লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ২ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া বাইকটির পাশাপাশি আরো দুটি বাইক উদ্ধার করে পুলিশ। তদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।





