eaibanglai
Homeএই বাংলায়গ্ৰামে গ্ৰামে পঞ্চবটি রোপণ কর্মসূচি, উদ্য়োগে দ্য আর্ট অফ লিভিং সংস্থা

গ্ৰামে গ্ৰামে পঞ্চবটি রোপণ কর্মসূচি, উদ্য়োগে দ্য আর্ট অফ লিভিং সংস্থা

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- পরিবেশ রক্ষায় নয়া উদ্যোগ নিল The Art of Living সংস্থা। ‘পঞ্চবটি রোপণ’ প্রকল্পের মাধ্যমে আগামী দু’মাসে মোট ১০০০ গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে সংস্থাটি। সেই মতো সোমবার সকালে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের কোলে শুশুনিয়া গ্রামে পঞ্চবটি অর্থাৎ ৫ প্রকারের বৃক্ষ বট, অশ্বত্থ, আম, নিম, ডুমুর রোপণ করা হলো।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে জলবায়ু পরিবর্তন, মাটির ক্ষয় এবং গ্রামীণ পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে এই বৃহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সচেতনতা শিবির, রোপণ-পরবর্তী পরিচর্যা এবং নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থাও করা হবে।

The Art of Living এর বাঁকুড়া কো-অর্ডিনেটর ও ইনচার্জ অমিত পারিয়াল জানিয়েছেন, শুধু গাছ লাগানো নয়, প্রতিটি গাছকে সুস্থভাবে বড় করে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংস্থার দাবি, এই প্রকল্প সফল হলে আগামী কয়েক বছরে সবুজায়ন বহুগুণে বৃদ্ধি পাবে পাশাপাশি সুস্থ এক পরিবেশ গড়ে উঠবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments