সংবাদদাতা,বাঁকুড়াঃ- সম্প্রতি রাজ্য সরকার আশা কর্মীদের কাজের সুবিধার স্বার্থে মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা বরাদ্দ করেছে। আর যা নিয়ে আশা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। তাদের অভিযোগ ওই টাকায় কাজের উপযোগী মোবাইল ফোন কেনা সম্ভব নয়। পাশাপাশি সামান্য যে মাসিক সাম্মানিক মেলে তাতে করে দুটি সিম রিচার্জ করাও তাদের পক্ষে সম্ভব নয়। তাই মোবাইল কেনা ও ব্য়বহারের ক্ষেত্রে সমস্ত শর্ত প্রত্যাহার, প্রতি মাসে নিয়মিত মোবাইল রাচার্জের টাকা প্রদান ও ফোন কেনার জন্য চাপ দেওয়া বন্ধ করার দাবি নিয়ে মঙ্গলবার বাঁকুড়ার জেলা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভে দেখালেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের বাঁকুড়া জেলার সদস্যরা।
এদিন বিক্ষোভরত আশাকর্মীরা জানান, তাঁরা এ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর মূল স্তম্ভ। অথচ মাসিক সামান্য সাম্মানিকের বিনিময়ে তাঁদের দিয়ে করানো হয় বিভিন্ন কাজ। স্বাস্থ্য দফতরের বিভিন্ন প্রকল্পের কাজের পাশাপাশি তাঁদের দিয়ে করানো হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটারের কাজও। তার বিনিময়ে মাসিক সাম্মানিক মেলে মাত্র ৫ হাজার ২৫০ টাকা। ইনসেনটিভ হিসাবে প্রাপ্য অর্থ সরকারি টালবাহানায় বকেয়া পড়ে থাকে মাসের পর মাস। এই পরিস্থিতিতে মোবাইল কেনার জন্য যে চাপ দেওয়া হচ্ছে তা কোন মতেই মেনে নেওয়া হবে না বলে দাবি করেন তাঁরা। পাশাপাশি সাম্মানিক বৃদ্ধিরও দাবি জানিয়েছেন আশা কর্মীরা। অবিলম্বে তাঁদের দাবি মানা না হলে আগামী মাসে রাজ্য জুড়ে কাজ বন্ধ রেখে বিক্ষোভ আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন।


















