সংবাদদাতা,বাঁকুড়াঃ- এটিএম-এ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে গেল দুষ্কৃতীদল। ঘটনা বাঁকুড়া সদর থানার মাকুড়গ্রাম এলাকার। ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান এদিন সকালে ঝাড়খন্ডের নম্বর লাগানো একটি গাড়ি বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের উপর মাকুড়গ্রাম বাজারের রাষ্ট্রায়ত্ব ব্যঙ্কের একটি এটিএম এর সামনে দাঁড়ায়। গাড়ি থেকে থেকে চার দুষ্কৃতী নেমে এটিএমে ঢুকে ভিতর থেকে সার্টার নামিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পরেও তারা বাইরে না বেরোনোয় ও ভিতর থেকে ভাঙাভাঙির শব্দ আসায় সন্দেহ হয় স্থানীয়দের। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে এটিএমের ভেতরে ঢুকে দেখেন ভেতরের সবকটি সিসি ক্যামেরার লেন্স ব্ল্যাকটেপ দিয়ে ঢেকে এটিএম যন্ত্র ভাঙার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা। এরপরই দুষ্কৃতীদের ধরে ফেলে স্থানীয়রা। তাদের মধ্য়ে এক জন সুযোগ বুঝে চম্পট দেয়। এরপর বাকি তিন দুষ্কৃতীকে গণধোলাই দিয়ে বাঁকুড়া সদর থানার পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। জনতার হাতে মার খেয়ে জখম দুষ্কৃতীদের পুলিশ উদ্ধার করে প্রথমে চিকিৎসকার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়। পরে তাদের গ্রেফতার করা হয়। পাশাপাশি দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়িটিও আটক করে পুলিশ।





