eaibanglai
Homeএই বাংলায়বাদনা পরবে মেতেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ

বাদনা পরবে মেতেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- আদিবাসী সম্প্রদায়ের একটি বড় উৎসব বাদনা পরব। প্রতি বছর কার্তিক মাসে লোকসংস্কৃতির অঙ্গ হিসাবে এই অনুষ্ঠান পালিত হয় আদিবাসী অধ্যুসিত ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে।

এটি মূলত কৃষিভিত্তিক উৎসব, আমন ধান পাকার ও ঘরে তোলার সময়ে এই উৎসব পালিত হয়। কার্তিক অমাবস্যা বা দীপাবলির পরদিন থেকে শুরু হয় এই পরব, চলে পাঁচদিন ধরে। ‘বাঁদনা’ শব্দের অর্থ বন্দনা। এই পরবে গৃহপালিত ও চাষের কাজে সহায়তা করা গবাদি পশু, বিশেষত গরু-বলদকে সম্মান তথা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এই লোক উৎসব উপলক্ষ্যে মহিলারা মাটির বাড়ির দেওয়ালে খড়িমাটি ও রং দিয়ে নানা লোকচিত্র ও আলপনা আঁকেন। ঘর-গোয়াল পরিচ্ছন্ন করা হয়। গরু-বলদদের শিং-এ তেল-সিঁদুর মাখানো হয়, গলায় মালা ও ঘুঙুর পরানো হয় এবং ধানের শীষের গোছা দিয়ে বরণ করা হয়। ​গোয়ালঘরে পুজো করা হয় এবং ঢাক, মাদল সহযোগে চলে গরু জাগানোর গান। এই উৎসবে যে গান গাওয়া হয়, তাকে অহিরা গান বলা হয়। ​উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো গরুখুঁটা বা বলদ খুঁটান, যেখানে গ্রামের ফাঁকা মাঠে গরুকে খুঁটির সঙ্গে বেঁধে ঢাক, মাদল বাজিয়ে উত্তেজিত করে খেলা দেখানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments