eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ার মন্দিরে শুরু হলো গৌর ভাগবত কথা

বাঁকুড়ার মন্দিরে শুরু হলো গৌর ভাগবত কথা

সৌমী মন্ডল, রাইপুর, বাঁকুড়া-: বাঁকুড়ার রাইপুরের একটি দর্শনীয় স্থান হলো ইসকন পরিচালিত শ্রী শ্রী রাধা মদনগোপাল মন্দির। এখানে সারাবছর ভক্তদের ভিড় লেগেই থাকে। এবার এই মন্দিরে ইসকন নামহট্ট কো: রিজিওনাল ডাইরেক্টর শ্রীপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারীর নেতৃত্বে গত ২১ শে মে থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী গৌর ভাগবত কথা প্রবচন। থাকছে কীর্তন ও আরতি। সবশেষে উপস্থিত সমস্ত ভক্তদের জন্য থাকছে প্রসাদের ব্যবস্থা। অনুষ্ঠান উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপচে পড়েছে।

মন্দিরের অধ্যক্ষ রসময় আনন্দ কৃষ্ণ দাস প্রভু বললেন, শুধু এই পাঁচ দিন নয়, সারা বছর ধরেই এখানে নানান অনুষ্ঠান হয়ে থাকে। মন্দিরের উদ্যোগে ও এলাকাবাসীর সক্রিয় সহযোগিতায় আয়োজিত রথযাত্রা উৎসবে ৫০ সহস্রাধিক মানুষ প্রসাদ গ্রহণ করেন। এছাড়া মন্দিরের খরচে বেশ কয়েকজন দুস্থ পড়ুয়া মন্দিরে থেকে পড়াশোনা করছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments