সংবাদদাতা,বাঁকুড়াঃ– আগামী ১৩ ই নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভায় উপ নির্বাচন হচ্ছে। তার মধ্যে বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা অন্যতম। দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকেই শাসক বিরোধী সব পক্ষই প্রচার শুরু করে দিয়েছে। এদিকে বুধবার থেকে শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। প্রথম দিনেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে খাতড়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন বিজেপির প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন দলের নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার, দলের জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল প্রমুখ।
এদিন মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেকে তালডাংরার ‘ভূমিকন্যা’ বলে দাবি করেন অনন্যা রায় চক্রবর্তী। তাঁকে প্রশ্ন করা হয় যে শাসক দল বলছে তারা ভূমি পুত্রকে প্রার্থী করেছেন তার উত্তরে বিজেপি প্রার্থী বলেন আমি ভূমি কন্যা কারন তালডাংরা মাটিতেই আমার জন্ম। তাই আমি ও তাঁদের ভাষাতে ভূমি কন্যা। পাশাপাশি তিনি বলেন , “আমার বিপক্ষে যাঁরা দাঁড়িয়েছেন সবাই আমার প্রতিপক্ষ, আলাদাভাবে কাওকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। এবারের প্রচারে নারী নিরাপত্তা ও সূরক্ষার বিষয়টি প্রাধান্য পাবে।” তবে ভোট শেষে তিনিই জিতবেন বলে দাবি করেন বিজেপি প্রার্থী।