সংবাদদাতা,বাঁকুড়াঃ- অবৈধ বালি গাড়ি চলার প্রতিবাদ করায় বিজেপি বুথ সভাপতির দাদাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শামদাসপুর গ্রামের। ঘটনায় জখম হয়েছেন বিজেপির বুথ সভাপতি সুশোভন দত্তের দাদা সুমন দত্ত।
প্রসঙ্গত, দু’দিন আগে বেলুট রসুলপুর এলাকায় একটি বালি বোঝাই গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন, সেই আন্দোলনে ছিলেন বিজেপির বুথ সভাপতি সুশোভন দত্তও। অভিযোগ, সেই প্রতিবাদের প্রতিশোধ নিতেই তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির বুথ সভাপতিকে মারধর করতে তার বাড়িতে হামলা চালায়। সেই সময় বাড়িতে ছিলেন না সুশোভন দত্ত। বাড়িতে ছিলেন তার বৃদ্ধা মা ও দাদা। অভিযোগ বিজেপি নেতাকে বাড়িতে না পেয়ে তার দাদার উপর নৃশংস হামলা চালানো হয় এবং বাড়ির দরজা-জানালা ভেঙে দেওয়া হয়। ঘটনায় জখম বিজেপি বুথ সভাপতির দাদাকে পরে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি দীর্ঘদিন ধরে পাত্রসায়ের ব্লকের বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে বালি মাফিয়াদের দৌরাত্ম্য চলছে তৃণমূল কংগ্রেস ও পুলিশের যৌথ মদতে।
অন্যদিকে এদিনের হামলার ঘটনায় তৃণমূলের জড়িত থাকার কথা অস্বীকার করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত পাল্টা দাবি করেন, বালি গাড়িতে দুর্ঘটনায় মৃত্যু অন্য এলাকায় ঘটেছিল। বিজেপির বুথ সভাপতি ওই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের উসকানি দিয়েছিল, সেই কারণেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ও হামলার ঘটনা ঘটে।
এদিকে এই হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

















