eaibanglai
Homeএই বাংলায়অভিষেক ব্যানার্জীর অনুমতি পেয়ে তৃণমূলের ফিরলেন জঙ্গলমহলের দাপুটে নেতা

অভিষেক ব্যানার্জীর অনুমতি পেয়ে তৃণমূলের ফিরলেন জঙ্গলমহলের দাপুটে নেতা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- ২০২১ সালে মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগদান করেন বাঁকুড়ার তৃণমূলের দাপুটে নেতা জয়ন্ত মিত্র। এবার সেই জয়ন্ত মিত্রর তৃণমূলে ঘর ওয়াপসি হল। শুক্রবার কলকাতার ক্যামাক স্ট্রীটে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব ও বিধায়কদের সাথে বৈঠকে অভিষেক ব্যানার্জী জয়ন্ত মিত্রকে তৃণমূলে ফেরানোর নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই বাঁকুড়ার তালডাংরা তৃণমূল কার্যালয়ে জেলা তৃণমূল নেতৃত্বের হাত ধরে তৃণমূলে ফিরলেন জয়ন্ত মিত্র। তৃণমূল জেলা সভাপতি তারাশংকর রায় জানান,অভিষেক ব্যানার্জীর নির্দেশে জয়ন্ত মিত্রকে দলে ফিরিয়ে নেওয়া হল।

প্রসঙ্গত বাঁকুড়া জঙ্গলমহলের রাজিনীতিতে গুরুত্বপূর্ণ নাম জয়ন্ত মিত্র। এক নামেই তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতৃত্ব স্তরের নেতারে চেনেন। একের পর এক নির্বাচনে তাঁর হাত ধরে সফল হয়েছে রাজ্যের শাসক দল।

অভিষেক ব্যনার্জীর নির্দেশের পর শনিবার তালডাংরা তৃণমূল কার্য্যালয়ে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্বের হাত ধরে জয়ন্ত মিত্র তৃণমূলে ফিরে বলেন, “ভুল সিদ্ধান্তের শিকার হয়ে আমি চলে গিয়েছিলাম। কিন্তু তখনই অনুশোচনা শুরু হয়। দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানোর পর অবশেষে তিনি দলে ফেরার অনুমতি দেন। আমি এবার ঠিক করেছি আর ভুল করবো না। জীবনের শেষদিন পর্যন্ত আমি তৃণমূলেই থাকব।” পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাঙালির বিরুদ্ধে বাঙালিকে লড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, ” বর্তমানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাঙালির বিরুদ্ধে বাঙালির যে লাড়াই শুরু হয়েছে, তার বিরুদ্ধে দলের হয়ে লড়াইয়ে নামবো।”

অন্যদিকে জয়ন্ত মিত্রের তৃণমূলে ফেরা নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কটাক্ষের সুরে জানায়, “মানুষ বিজেপির সাথে আছে।  কে গেলো আর কে এলো তাতে বিজেপির কিছু যায় আসেনা।” যদিও জয়ন্ত মিত্রের হাত ধরে জঙ্গলমহলের বড় ভোট ফিরল তৃণমূলের ঝুলিতে। এমনটায় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments