নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বাঁকুড়া তালডাংরার বিজেপির মণ্ডল-৩ এর সভাপতির পদত্যাগ ঘিরে শোরগোল। গোষ্ঠীকোন্দলের জেরেই এই পদত্যাগ দাবি বিরোধীদের। যদিও গোষ্ঠীকোন্দলের অভিযোগ অস্বীকার করে তিনি কোন পদত্যাগ পত্র পাননি বলে দাবি করেছেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জী।
প্রসঙ্গত বিজেপির তালডাংরা মণ্ডল-৩ এর সভাপতি আলোক মহান্তী, সভাপতি পদ থেকে পদত্যাগ করে মঙ্গলবারই বাঁকুড়া জেলা সভাপতির কাছে পত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। এবিষয়ে আলোক মহান্তী বলেন, “গত ২০২১ সাল থেকে এই পদে রয়েছি, শুধুমাত্র দলের স্বার্থেই বর্তমানে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” তবে দল থেকে সরে যাওয়ার কোন সম্ভাবনা নেই বলেও দাবি করেছেন তিনি।
অন্যদিকে এই পদত্যাগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গোষ্ঠী কোন্দলের জেরেই এই পদত্যাগ বলে দাবি করে তৃণমূলের বাঁকুড়া জেলা কমিটির সহ সভাপতি রামানুজ সিংহমহাপাত্র বলেন, “সারা রাজ্য জুড়েই বিজেপির এক ছবি। তবে এখানে উনি হয়তো ‘ঠিক ঠাক সম্মান পাননি”। আবার সিপিআইএম সিমলাপাল এরিয়া কমিটির সম্পাদক কৌশিক পাইন বলেন, “এরাজ্যে বিজেপি ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে। আর এই সব ‘পদত্যাগের নাটক করে খবরে থাকা’র চেষ্টা করছে”।
আর এই পুরো বিষয়টি নিয়ে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জী গোষ্ঠী কোন্দলের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “গতকালও উনি সিমলাপালে দলীয় কর্মসূচীতে ছিলেন। তবে এদিন পর্যন্ত কোন পদত্যাগপত্র পাইনি, পেলে ওই বিষয়ে আলোচনা হবে।”





