সংবাদদাতা,বাঁকুড়াঃ- পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত সরকার। তার মধ্যে অন্যতম পাকিস্তানিদের ভিসা বাতিল ও সে দেশের নাগরিকদের তাঁদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া। বিভিন্ন রাজ্যও এই পক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে একাধিক রাজ্য থেকে পাকিস্তানি নাগরিকদের শনাক্ত করে তাদের সেদেশে পাঠানোর পক্রিয়াও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে আক্রমণ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি পার্টি অফিসে এক সাংবাদিক বৈঠক করেন সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুজিত অগস্তি।
সৌমিত্র খাঁ এদিন পাকিস্তানি নাগরিক ইস্যুতে অভিযোগ করে বলেন, “দেশের অন্যান্য রাজ্য সরকার যেখানে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নিচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই নীরব। চুঁচুড়ায় এক মহিলার ধরা পড়া ছাড়া আর কোনও কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।”এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, “এই রাজ্যের পাকিস্তানিরা মুখ্যমন্ত্রীর ভোটের দুধেল গাই। তাই তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, খুঁজেও বের করার চেষ্টা করছে না সরকার।” জেলা সভাপতি সুজিত অগস্তিও এই দাবিকে সমর্থন জানিয়ে বলেন, “রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে।”
এই ইস্যুতে সোমবার বিষ্ণুপুর এসডিও অফিস ঘেরাও এবং ধর্না কর্মসূচি করে প্রতিবাদে সরব হয় স্থানীয় বিজেপি নেতা কর্মীরা।





