সংবাদদাতা,বাঁকুড়াঃ- আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির। জেলায় জেলায় রদবদল চলছে দলীয় নেতৃত্বের। এবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া হল লড়াকু নেতা সুজিত আগস্তিকে। সভাপতি হওয়ার পর সুজিত আগস্তি জানিয়েছেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। আগামী বিধানসভা নির্বাচনে ৭টি আসনে আমরা জয়ী হব, তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করব, এ বিষয়ে আমি সম্পূর্ণ আশাবাদী”।
প্রসঙ্গত, ২০২০ থেকে ২০২১ পর্যন্ত দলের সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। পরবর্তীতে এই সাংগঠনিক জেলার সভাপতি হন অমরনাথ শাঁখা। পুনরায় সুজিত আগস্তির উপর দায়িত্ব অর্পণ করল দল। সূত্রের খবর সুজিতবাবুর প্রতি যথেষ্ট আস্থা রয়েছে দলের কর্মীদের, পাশাপাশি তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাঁকে আবার এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে এবার হিন্দুত্বের আদর্শকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার কথা জানিয়েছেন সুতিজবাবু।




